আমরা সব সময় বলে থাকি যে, জীবন থাকলে সমস্যা থাকবে,আর সমস্যা থাকলে উত্তরনের উপায় ও থাকবে,কিছু কিছু সমস্যা প্রকট অবার কিছু সমস্যা সামান্য। তবে সব সমস্যাই সমস্যা, আর এই সব সমস্যা মোকাবেলা করে জীবন কে এগিয়ে নিতে হবে আমি সোমা কামাল সবাইকে এটাই বলে থাকি সব প্রশ্নের উত্তরে। প্রতিদিন আমরা অগণিত মেইল ও মেসেজ পেয়ে থাকি পাঠকের নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করি।
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুণী।
আপু আমার বয়স এখন 22 বছর আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটি তে পড়ছি। এই কথাগুলো কাউকে কখনো বলা হয়নি। আমি ছোট বেলায় যৌন নিপীড়নের স্বীকার হয়েছিলাম। কখন, কবে এটার শুরু আমার কিছুই মনে নেই। তবে আমি একটু বড় হলে বেশ বুজতে পারি আসলে এরা কি চাই আমার কাছে, আম্মু-আব্বু দুজনই জব করতেন। তাই আমার কাজিন, আত্মীয় সবাই বাসায় আসতো আমাকে দেখাশোনার জন্য। এদের মাঝে আমার দুই কাজিন আমার সাথে এমন করে। আমি যখন বুঝতে পারি যে আমার সাথে তারা অন্যায় করছে আমি তখন তাদের হুমকি দেই যে আম্মুকে সব বলে দিবো। এরপর আর তারা আমার কাছে আসার চেষ্টা করেনি।
এভাবে কিছুদিন চলে যাবার পরে আমি সব কিছুই ভুলে যাই, আমার কাজিনদের সাথে আমার খুব বন্ধুত্বপুর্ন সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু কথাই আছে না লেড়ি কুত্তার লেজে ঘি মাখালেও সেটা কোঁকড়ানো থাকে সহজে সোজা হয় না। সেটার বাস্তব প্রমাণ পেলাম আমি নিজেই আমি যখন অষ্টম শ্রেনিতে পড়ি। একদিন আমাকে বাসায় একা পেয়ে আমার এক কাজিন আমার উপর লোলুপ দৃষ্টিতে পশুর মত ঝাপিয়ে পড়ে, আল্লাহর অশেষ রহমতে আমি নিজেকে রক্ষা করি।
ওই দিনগুলোর কথা মনে হলে মরে যেতে ইচ্ছে করে। ওদের যখন চোখের সামনে দেখি নিজের উপর আরো বেশী ঘৃনা লাগে। মনে হয় বেঁচে থেকে কি লাভ? আমি এখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি কিন্তু কোন ছেলেকেই বন্ধু হিসেবে মেনে নিতে পারিনা, সব সময় পিছনের এই ভয় তাড়া করে। অনেকে আমাকে প্রেমের প্রস্তাব ও দিয়েছে কিন্তু আমি রাজি না। ইদানিং বাসা থেকে আমার বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু আমিতো কোন ছেলেকেই সহ্য করতে পারিনা বিয়েতে মত দিব কি করে?
Download link:
ডাউনলোডের নিয়ম দেখে নিনঃ
(বিশেষ দৃষ্টব্যঃ Apps ডাউনলোড করতে লিংকে গিয়ে
Download now তে ক্লিক করুন, পরের পেজে Click here to
download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
কোন রকম ঝামেলা ছাড়া ডাউনলোড করতে অবশ্যই ফোনের
ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন।)
0 comments:
Post a Comment