Blogroll

Tuesday, September 20, 2016

জেনেনিন কোন গন্ধ পেলেই নারীদের উত্তেজনা বেড়ে যায়….সহবাসের জন্য পাগল হয়ে যায়

screenshot_2

আজকের কথা নয়। সেই আদিম যুগ থেকেই ভেষজ উদ্ভিদ মানুষের যৌন উত্তেজনায় একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। প্রাচীন মানুষরা বিভিন্ন ভেষজ পদার্থের মাধ্যমেই নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধি করতেন।

আজ দিন বদলেছে, সময় পালটেছে। বাজারে এসেছে বিভিন্ন যৌনবর্ধক ওযুধ। কিন্তু সম্প্রতি এমন একটি ছত্রাকের সন্ধান পাওয়া গেছে, যার গন্ধ শোঁকা মাত্রই নারীদের যৌন উত্তেজনা তৎক্ষনাৎ বেড়ে যায়।যদিও এই ছত্রাকের নাম এখনও পর্যন্ত জানা যায়নি, তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে এটি ডিক্ট্যোফারা প্রজাতি বংশোদ্ভূত জল হ্যালিডে এবং নোয়া সোল নামে দুই বিজ্ঞানী এই বিশেষ ছত্রাকটি আবিষ্কার করেন।তাঁরা জানিয়েছেন, এই বিশেষ ছত্রাকের গন্ধ কোনও মহিলার নাকে যাওয়া মাত্রই তিনি প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে পড়েন। এই মর্মে তারা একটি পরীক্ষাও চালিয়েছিলেন। সেখানেই দেখা গেছে, ১৬ জনের মধ্যে ছ’জন মহিলাই এই চটদলদি যৌন উত্তেজনার শিকার হয়েছেন।
বাকি ১০ জনের উত্তেজনা তৎক্ষনাৎ না বাড়লেও হৃদস্পন্দন অনেকটাই বেড়ে গেছিল। তবে এই একই পরীক্ষা পুরুষদের উপর চালানো হলেও, কোনও প্রভাব বিস্তার করতে পারেনি ন্টারন্যাশনাল জার্নাল অফ মেডিসিনাল মাশরুম পত্রিকাতেও একথা দাবি করা হয়েছে যে এই বিশেষ ছত্রাকে একধরনের গন্ধ থাকে যা থেকেই মহিলাদের চটদলদি যৌন উত্তেজনা বৃদ্ধি পায়।
যৌন মিলনে স্ত্রীকে হার মানাতে চান তবে জেনে নিন কিছু গুরুত্ব পূর্ন কৌশল (ভিডিও সহ)
মেয়েরা বাড়িতে একা থাকলে যে ৬টি কাণ্ড করে থাকে দেখলে আপনিও অবাক হবেন (ভিডিওসহ)
মেয়েরা মিলনের সময় উ ..আ… শব্দ করে কেন? (ভিডিও)
জানেন, শরীরের সব থেকে নোংরা জায়গা কোনটি? ভাবতেই পারবেন না…দেখুন ভিডিওতে
হ্যালিডে জানিয়েছেন, এই ছত্রাকে একটি বিশেষ হরমোনের যৌগ রয়েছে যা সরাসরি মহিলাদের স্নায়ুতে গিয়ে আঘাত করে। আর এই আঘাতের ফলে যৌন উত্তেজনার সময় মহিলাদের যে স্নায়বিক অনুভুতি হয়, সেই একই অনুভূতি এই ছত্রাকের গন্ধেও হয়।
Download video link: 





ডাউনলোডের নিয়ম  দেখে নিনঃ 

(বিশেষ দৃষ্টব্যঃ  Apps ডাউনলোড করতে  লিংকে গিয়ে 
Download now তে ক্লিক করুন, পরের পেজে Click here to 
download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। 
কোন রকম ঝামেলা ছাড়া ডাউনলোড করতে অবশ্যই ফোনের 
ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন।)

0 comments:

Post a Comment